শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

নবীগঞ্জে পৌর নির্বাচনকে ঘিরে ব্যানার পেষ্টুনের প্রতিযোগিতা পৌর মেয়র তোফাজ্জল চৌধুরী ও প্যানেল মেয়র ছাবির আহমেদ চৌধুরীর পাল্টা পাল্টি বক্তব্য

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ডিসেম্বর মাসে পৌর নির্বাচন অনুষ্টানের আভাস পেয়েই সরগরম হয়ে উঠেছে নবীগঞ্জ পৌর শহর। ব্যানার, পেষ্টুন, পোষ্টার ও দেয়াল লিখনে চেয়ে গেছে পুরো শহর। পৌর এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চলছে মতবিনিময়। সর্বত্র এখন আগাম নির্বাচনের উৎসবের আমেজ বিরাজ করছে। সেই সাথে দেখা দিয়েছে একে অপরকে নিয়ে কাদা ছুড়াছুরি ও নোংরামীর হুলি খেলা। উৎসাহ, উদ্দীপনার মধ্যে গতকাল হঠাৎ করে থমকে দাড়ায় নির্বাচনী আমেজ। তিন বারের  মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর দেয়া পৌরবাসীর প্রতি আসন্ন ঈদুল আযহা’র শুভেচ্ছা পেষ্টুনকে কেটে টুকরো টুকরো করার ঘটনাকে কেন্দ্র করে। ধিক্কার ও নিন্দার ঝড় উঠে পুরো পৌর শহরে। গত রবিবার রাতে কে বা কারা শেরপুর রোডস্থ শিবপাশার ১নং ব্রীজের সন্নিকটে টাঙ্গানো পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর ঈদ শুভেচ্ছা পেষ্টুনটি ব্লেড দিয়ে কেটে টুকরো টুকরো করে রাখা হয়েছে। সেই সাথে এর পাশেই একই রাতে পৌরসভার প্যানেল মেয়র এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী’র একটি বিশাল ঈদ শুভেচ্ছা পেষ্টুন টানানো হয়েছে। যে রাতে মেয়র এর পেষ্টুন কাটা হয়েছে, সেই রাতে সম্ভাব্য মেয়র প্রার্থীর পেষ্টুন টাঙ্গানোর ঘটনায় অভিযোগের তীর যাচ্ছে আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর দিকে। সেই অভিযোগ করেছেন খোদ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ও তার শর্থীতরা। ঘটনার খবর পেয়ে গতকাল সোমবার সকালে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সংশ্লিষ্ট ওর্য়াড কাউন্সিলর সন্তোষ দাশসহ ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনের নির্দেশনায় এসআই চান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুহুর্তের মধ্যেই ঘটনাটি এলাকায় ছাউর হলে জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে পুরো শহরে। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সন্তোষ দাশ জানান, রাত ৮/৯ টার দিকে তিনি উল্লেখিত স্থানে শুধুমাত্র পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর পেষ্টুনটি শুভা পাচ্ছিল। কিন্তু রাত প্রভাতের সাথে সাথে তিনি জানতে পারেন কে বা কারা মেয়র এর পেষ্টুন ব্লেড দিয়ে কেটে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে কাটা পেষ্টুনের পাশাপাশি প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর বিশাল একটি পেষ্টুন দেখতে পান। তিনি জানান, যারাই এই কাজটি করেছে তা নিন্দনীয়। নাম প্রকাশ না করার শর্তে আশপাশের কয়েকজন জানিয়েছেন, রবিবার দিবাগত রাত ১২ টার দিকে ৫/৭ জনের একদল লোক প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা পেষ্টুনটি টিক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর পুর্বে দেয়া পেষ্টুনের সাথে লাগিয়ে টাঙ্গাতে দেখেছেন। তাদের ধারনা ওরা হয়তো ব্লেড দিয়ে মেয়রের পেষ্টুন কেটে দিয়েছে। এছাড়া নবীগঞ্জ হাসপাতাল সড়কেও মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর ঈদ শুভেচ্ছার অপর একটি পেষ্টুন কেটে দেয়া হয়েছে। এ ব্যাপারে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, মানুষের ভালবাসায় পর পর ৩ বার মেয়র নির্বাচিত হয়েছি। ধর্মীয় বিভিন্ন উৎসবে মেয়র হিসেবে শুভেচ্ছা ব্যানার ও পেষ্টুন দিয়ে থাকি। এবারও সম্মানিত নাগরিকদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পয়েন্টে পেষ্টুন দিয়ে আসছি। যারা এই ঘৃণ্যতম কাজটি করেছে, মূলত আমার জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে নোংরা মনের পরিচয় দিয়েছে। তিনি দাবী করেন গভীর রাতে তার দেয়া পেষ্টুনের পাশে যারা নতুন নতুন পেষ্টুন লাগিয়েছেন তাদের ধারাই এই কাজ হয়েছে। তিনি বলেন, পেষ্টুন কেটে মানুষের হৃদয় থেকে তাকে মুছা যাবে না। অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, উক্ত ন্যাক্কার জনক ঘটনার বিচারের ভার পৌর নাগরিকবৃন্দের উপর ছেড়ে দিলাম।
এ ব্যাপারে মোবাইল ফোনে প্যানেল মেয়র ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বা আমার কোন লোক এর সাথে জড়িত নয়। এমনকি যারা এ রকম জঘন্যতম কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধও জানান তিনি। প্রয়োজনে আমি প্রশাসন ও সংশ্লিষ্টদেরকে সকল প্রকার সহযোগিতা করবো। যারা এমন জঘন্য কজ করে তারা সমাজের শত্র“। এদেরকে চিহ্নিত করতে হবে। ইতিপূর্বে আমারও বেশ কিছু ব্যানার পেষ্টুন দূস্কৃতিকারীরা ছিড়ে ফেলে এবং ছবিতে বিভিন্ন ধরনের অসালিন কথাবার্তা লিখে রেখেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com