স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমানের সাথে ওল্ডহামে মতবিনিময় করেন যুবদল নেতৃবৃন্দ। ওল্ডহাম যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদের বাসভবনে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক আহবায়ক ও যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সদস্য এনায়েত হোসেন চৌধুরী, ওল্ডহাম যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আবিদুল ইসলাম আরজু, যুগ্ম আহ্বায়ক রাসেল চৌধুরী, সিনিয়র সদস্য টিপু আহমেদ, এহিয়া কোরেশী, হাজী মনজু মিয়া, সুহেল আহমেদ, মোঃ নুরুজ্জামান, মোঃ ফজলু মিয়া প্রমুখ। মতবিনিময়কালে হবিগঞ্জের উন্নয়ন, রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা হয়।