স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বেজুরা গ্রাম থেকে প্রচুর পরিমাণ গাজা ও ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। আজ সোমবার ভোরে ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই সুদ্বীপ রায় ও এসআই আব্দুল করিমের রায়ের নেতৃত্বে রতনের বাড়িতে অভিযান চালায় পুলিশ অভিযানকালে তার বসত ঘর তল্লাসী করে ১০ কেজি গাজা ১০০ পিছ ইয়াবা উদ্ধারকরে। এ সময় পুলিশের উপস্থিতি আচ করতে পালিয়ে অপর এক ব্যক্তি। সে বেজুরা গ্রামের মৃত আরজু মিয়া ছেলে। এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি মোঃ মোক্তাদির হোসাইন জানান, অন্যান্যদের ধরতে অভিযান চলছে।