স্টাফ রিপোর্টার ॥ সিলেট রেঞ্জে ২য় বারের মতো শ্রেষ্ঠ পরিদর্শকের পদক পেলেন মাধবপুর থানার পরিদর্শক (ওসি) মোঃ মোল্লা মনির হোসেন। সোমবার সকালে সিলেট ডিআইজি কার্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান (পিপিএম) কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ওই কর্মকর্তার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। মাধবপুর থানায় যোগদানের পর থেকে সার্বিক আইন শৃংখলা নিয়ন্ত্রন রাখায় মাধবপুর থানার পরিদর্শক অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেনকে এ পদক দেওয়া হয়। পুলিশের কল্যান সভায় অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সহ সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।