স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি প্রিয় জনপ্রিয়তা এখনও শূন্য কোঠায়। তাই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এখনও দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, আওয়ামীলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আদর্শ সংগঠন। দেশের সকল সংকট মহুর্তেই আওয়ামীলীগ নেতাকর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে আসেন। তিনি বলেন, বিদেশে এক সংস্থার জরীপে দেশের শতকরা ৬৪ জন মানুষ আওয়ামীলীগের প্রতি সন্তোষ্ট। আর দেশের ১০০ জনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয়তায় ৬৭ নাম্বারে রয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আরডি হল প্রাঙ্গনে হবিগঞ্জ পৌর কৃষকলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি কৃষকলীগ সম্পর্কে বলেন, শহরের ব্যবসায়ী ও চাকুরীজীবিসহ অন্যান্য পেশার বেশি ভাগ লোকজন বসবাস করেন। এখানে কোন কৃষি জমি নেই। শহরে কৃষকলীগের সংগঠন করা খুবই কঠিন। কিন্তু এ সম্মেলন প্রমান করে পৌর শহরে কৃষকলীগ অনেক সুসংগঠিত। পৌর কৃষকলীগের আহ্বায়ক আলা উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক সঞ্জয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্ততা ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন। সম্মেলন উদ্বোধক ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও জেলা সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলান্দ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি পিপি অ্যাডঃ আকবর হোসেন জিতু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি জাকির হোসেন সেলিম, ভূমি বিষয়ক সম্পাদক শেখ কিতাব আলী, মনিরুল আলম বাছির, জামাল সর্দার প্রমুখ। সম্মেলনের শুুতে যুক্তরাষ্ট ও যুক্তরাজ্য সফর শেষে এমপি আবু জাহির দেশে ফেরায় তাকে জেলা কৃষকলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডঃ সিরাজুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, আব্দুল হেকিম, কৃষকলীগ নেতা সেজু, আব্দুর রউফ, আমিন আহমেদ, সাদিকুর রহমান, মুমিন মিয়া, সেবুল ঠাকুর, কবির খন্দকার, রাসেল আহমেদ, আক্তার প্রমূখ।
সম্মেলনে মনিরুল আলম বাছিরকে সভাপতি মাহমুদুল হাসান শামীমকে সাধারণ সম্পাদক, ফয়সাল আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ উজ্জল মিয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।