স্টাফ রিপোর্টার ॥ জেলার সদর উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার কলিমনগর গ্রামে শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী ওই গ্রামের আজগর আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ জানিয়েছে, ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হন আলী। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।