আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বুল্লা ইউনিয়নের খৈয়াভেরা বিলে মৎস্য বিভাগের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন এবং পোনামাছ অবমুক্তকরণ প্রকল্পের আওতায় ১’হাজার কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান, প্রচার সম্পাদক এরশাদ আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুছ চকদার মাখন এপিপি, এডঃ সাইফুর রহমান, উপজেলা যুবসংহতির সভাপতি ফকির কায়সার আহমেদ ও ব্যবসায়ী হাফিজুর রহমান প্রমুখ।