স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকা থেকে যুবতীকে মালয়েশিয়া পাচারের অভিযোগে আটককৃত ৩ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত মঙ্গলবার সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে বাহুবল উপজেলার অমৃতা খাগাউড়া গ্রামের মৃত লোদাই মিয়ার পুত্র শওকত আলী (৪৫) ও মৃত আসাব আলীর পুত্র ছেগেন মিয়া (৫৫), মৃত শওকত আলীর পুত্র আব্দুস সহিদ (৩৪) কে আটক করা হয়। মামলার বিবরণে জানা যায়, উত্তর শ্যামলী এলাকার মৃত কদর আলীর কন্যা আনোয়ারা বেগমের ভাগ্নি পারুল বেগমকে মালয়েশিয়া পাঠানোর জন্য ১ লাখ টাকা চুক্তি করে। চুক্তিমতে ৫ জুন ৯ টার সময় পারুলকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে চট্টগ্রামে নিয়ে একটি জাহাজে তুলে দেয়। এরপর থেকে পারুলের হদিস পাওয়া যায়নি।