বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

হবিগঞ্জে হঠাৎ করে বেড়ে গেল সামাজিক অপরাধ ॥ এবার শহরে স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে প্রচার ॥ গ্রেফতার ২

  • আপডেট টাইম বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৮০ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ হবিগঞ্জে হঠাৎ করে বেড়ে গেছে সামাজিক অপরাধ। প্রকাশ্যে স্কুল ছাত্রীকে চড়-থাপ্পর দিয়ে লাঞ্চিত করার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো স্কুল ছাত্রীকে ধর্ষন করে ভিডিও ইন্টারনেটে প্রকাশ করলো দুই যুবক। সম্প্রতি হবিগঞ্জ শহরের বিভিন্ন স্কুল-কলেজের সামনে বখাটেদের আনাগোনা বেড়ে যায়। আর এতে করে ঘটে যাচ্ছে একের পর এক অপ্রীতিকর ঘটনা ও সামাজিক অপরাধ। বখাটেদের স্থানীয় লোকজন আটক করে পুলিশে তুলে দিলেও তদবিরবাজদের কারনে থানা থেকে মুচলেখা দিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে তারা। কোন প্রকার শাস্তি না হওয়ায় বখাটেরা অনেকটাই উৎসাহিত হচ্ছে বলে মন্তব্য করেন সচেতন মহলের অনেকেই। গত ২১ আগস্ট হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে থেকে ৫ বখাটেকে আটক করা হয়। তাদেরকে থানায় মুচলেখা রেখে ছেড়ে দেয় পুলিশ। এর ২দিন পর ২৩ আগস্ট দুপুরে বিকেজিসি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে অস্ত্রসহ ৬ বখাটেকে স্থানীয় জনতার সহযোগিতায় আটক করে পুলিশ। পরে তারাও থানা থেকে কোন প্রকার শাস্তি ছাড়াই শুধু নামেমাত্র মুচলেখায় মুক্তি পেয়ে যায়। এ ঘটনার ৫ দিন পর হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রকাশ্যে চড়-থাপ্পর মেরে লাঞ্চিত করে রাহুল নামের এক বখাটে। আর লাঞ্চিতের ঘটনার ভিডিও ধারন করে ছড়িয়ে দেয়া হয় ইন্টারনেটে। এনিয়ে হবিগঞ্জ তথা বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড়। টিক তখনই টনক নরে প্রশাসনের। পর দিন রিচি গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও স্থানীয়দের সহযোহিতায় বখাটে রাহুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আর এর টিক দু’দিন পরই বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর আরেক ছাত্রীকে জোর পুর্বক ধর্ষনের ধারনকৃত ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ করে বাজারে বিক্রি করে ৩ যুবক।  এ ঘটনাটিও শহরের অধিকাংশ মানুষের মুখে ছড়িয়ে পড়ে। হবিগঞ্জ পৌর এলাকার আনোয়ারপুর গ্রামের বাসিন্দা জনৈক ব্যক্তির অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় স্থানীয় জনতার সহযোগিতায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকার নারায়ণ দেবের পুত্র রাজন দেব (২১) ও উমেদনগর এলাকার মাখন মিয়ার পুত্র নুরুল আলম (২২)। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে শহরের বগলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় ও মামলা সুত্রে জানা যায়, ২৬ আগস্ট শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে শহরতলীর কামড়াপুর এলাকার সেলিম মিয়ার পুত্র সিফাজুল ইসলাম ওরফে সিরাজ (২১)। এ দিন সিফাফুল তাকে জোর পুর্বক ধর্ষণ করে। আর এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তার বন্ধু নুরুল আলম। পরে ওই ভিডিও সিফাফুল, তার বন্ধু নুরুল আলম ও রাজন নামে তিন যুবক ইন্টারনেটে ছড়িয়ে দেয়। শুধু তাই নয়, রাজন ওই ভিডিও স্থানীয়ভাবে বিভিন্ন যুবকদের কাছে বিক্রি করে বলেও অভিযোগ করে তার পরিবার। আর ইন্টারনেটে ছেড়ে দেয়া ভিডিওটি ৭ সেপ্টেম্বর দেখতে পান ছাত্রীটির বাবা। তিনি ওইদিনই সিফাফুল ইসলাম সিরাজকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে বিভিন্নস্থানে অভিযান চালায়। সর্বশেষ গতকাল দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের ধরতে সক্ষম হয়। হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com