বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

লন্ডনে হবিগঞ্জবাসীর সংবর্ধনায় আবু জাহির এমপি ॥ আগে স্বপ্ন দেখিয়েছি আর এখন উন্নয়ন করছি

  • আপডেট টাইম বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৮৬ বা পড়া হয়েছে

মোঃ অলিউর রহমান, লন্ডন থেকে ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহিরকে সংবর্ধনা দিয়েছি ইংল্যান্ডে বসবাসরত হবিগঞ্জ IMG_0677 copyজেলাবাসী ইউকে। ডেল সেন্টারে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি লীডার নেহার মিয়া চৌধুরী। তরুণ কমিউনিটি লীডার ফয়জুর রহমান চৌধুরী মোস্তাকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ ডিস্ট্রিক ওয়েল ফয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুকিত চৌধুরী, গ্রেটার সিলেট ডেবলফমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম কাওসার, বিশিষ্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, ইংল্যান্ড সফররত হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, যুক্তরাজ্য সফররত ডাক্তার সৈয়দ সাফি আহমেদ মোয়াজ। বক্তব্য রাখেন মাওলানা সফিকুর রহমান বিপ্লবী, হবিগঞ্জ এসাসিয়েশন IMG_0681 copyলুটনের সভাপতি ফজিলত খান, গিয়াস উদ্দিন লন্ডনী, বিশিষ্ট ব্যবসায়ী সহিদুর রহমান, হবিগঞ্জ ইউনিটির সভাপতি ফয়সল চৌধুরী, এডঃ মমিন আলী, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইলসাম মধু, সেলিম আহমেদ খান, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম, বৃন্দাবন কলেজ এক্স স্টুডেন্ট ইউকে সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জামাল খান, হান্নান চৌধুরী, সাবেক ছাত্রনেতা তমিম চৌধুরী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন আহমেদ, ইউকে যুবলীগ নেতা আল আমিন, অধ্যাপক জহিরুল হক শাকিল, মির্জা তসনুবেগ, হবিগঞ্জ এলায়েন্স লুটনের সাধারণ সম্পাদক হিরু, যুবলীগ নেতা তজম্মুল সরদার, ছাত্রনেতা শাহজাহান কবির, নাগরিক সমাজ লভাপতি মহিবুর  রহমান হারুন, কুতুব আফতা, তামিম আহমেদ, তুহিন চৌধুরী প্রমুখ। সভায় অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
IMG_0683 copyসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রবাসীরা একজন দেশ প্রেমিক হিসেব দায়িত্ব পালন করে যাচ্ছন। তিনি বলেন দল ক্ষমতায় আসার আগে জনগণকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছি। আর এখন উন্নয়ন করে ঈমানী দায়িত্ব পালন করছি। এতে আমি আনন্দও পাচ্ছি। আগে হবিগঞ্জ অবহেলিত ছিল, কিন্তু এখন আর অবহেলিত নয়। আমাদের অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। যা দিয়ে দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হচ্ছে। নবীগঞ্জর প্রবাসীদের দাবীর প্রেক্ষিতে তিনি নবীগঞ্জে একটি অডিটরিয়াম নির্মানের আশ্বাস দেন। তিনি সংবর্ধনার আয়োজন করায় চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, আল আমিন, কামাল চৌধুরী, সৈয়দ মোর্শেদ সহ সকলকে ধন্যবাদ জানান। এ ছাড়াও উপস্থিত ছিলেন মোমিন আলী, জালাল উদ্দিন, জাকারিয়া ফেরদৌস, মোজাম্মেল হক, মারুফ চৌধুরী, এম এ আজিজ, অলিউর রহমান, মাওলানা শামীম চৌধুরী, আল আমিন মিয়া, দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, অজিত লাল দাস, সৈয়দ মারুফ, দেওয়ান হাবিব চৌধুরী সহ বৃহত্তর সিলেট বিভাগের বিপুল সংখ্যক মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com