প্রেস বিজ্ঞপ্তি ॥ শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশী সুশিক্ষিত সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। শহীদ বুদ্ধিজীবীরা ছিল জাতির সূর্য সন্তান। তারা বিভিন্ন সংকটে জাতিকে বুদ্ধি ও সুপরামর্শ দিয়ে কান্ডারী ভূমিকা পালন করছিল। ফলে বিজয়ের প্রক্কালে হানাদার বাহিনী ও এদেশের দোসররা পরিকল্পিতভাবে প্রতিথযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী সহ বহুগুণীজনকে হত্যা করে জাতীকে মেধাহীন করে। এ থেকে শিক্ষা নিতে হবে বুদ্ধিজীবীদের সুপরামর্শের প্রতি অবজ্ঞা করে কল্যাণমুলক রাষ্ট্র গঠন অসম্ভব।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক (বেন) আয়োজিত সভায় হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন উপরোক্ত কথা বলেন। ১৪ই ডিসেম্বর শনিবার দুপুরে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি মিলনায়তনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেন ও ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জনাব আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী বশির উদ্দিন আহমেদ, প্রকৌশলী নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, ইউনিকেয়ার এর চেয়ারম্যান কামরুল হাসান কাজল, বেন সমন্বয়কারী আনছার আলী, আইটি প্রশিক্ষক খালেদ সাইফুল্লা প্রমুখ।