স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নোয়াপাতারিয়া গ্রামে বিদ্যুতপৃষ্ট হয়ে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। আশংকাজনকবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত রজব আলীর পুত্র আব্দুল ওয়াহাব (৫০) গতকাল ওই সময় বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধনতাবশত এতে জড়িয়ে গেলে আহত হন।