স্টাফ রিপোর্টার ॥ ৪৮ ঘন্টা পর হবিগঞ্জ ল-কলেজের ছাত্রী চুনারুঘাটের আছমার জ্ঞান ফিরলেও এখনো তার অবস্থা সংকটাপন্ন। আঘাতের কারণে তার বাম চোখ, মুখ মন্ডলের অধিকাংশ স্থান ও ডান পায়ের গেড়ালীর রগ কেটে ক্ষতিগ্রস্থ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, হয়তবা সে আর হাটতে পারবে না। এদিকে পুলিশ লম্পট রমজান আলী ও তার সহযোগীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।
এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য গত শনিবার সন্ধ্যায় আছমাকে কৌশলে প্রাকৃতিক দৃশ্য দেখানোর কথা বলে সাতছড়ির গহীন বনে নিয়ে যায় হাতুন্ডা গ্রামের হাজি নিম্বর আলীর পুত্র তার স্বামী লম্পট রমজান আলী। সেখানে উৎপেতে থাকে তার দুই সহযোগী। তারা আসমাকে ঝাপটে ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। বনকর্মীরা আসমার পরিবারের লোকজনকে খবর দিলে তারা আসমাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে চুনারুঘাট থানা পুলিশ রমজান আলী ও তার দুই বন্ধুকে ধরতে বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান শুরু করেছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার এসআই আব্দুল্লাহ জাহিদ জানান, রমজান ও তার দুই বন্ধুকে ধরতে অভিযান অব্যাহত আছে। অচিরেই তারা ধরা পড়বে। এ রিপোর্ট লেখাকালে আসমার পরিবার জানায়, গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় জ্ঞান ফিরেছে। তবে সে কথা বলতে পারছে না। আসমা পূর্ব পাকুড়িয়া গ্রামের পর্দানিয়া বাড়িরর মৃত হাজী নুরুল ইসলামের কন্যা। এ ব্যাপারে ল-কলেজের প্রভাষক এডভোকেট মোঃ আব্দুল কাইয়ূম জানান, ঘটনাটি ন্যাক্কার জনক। আমরা দুর্বৃত্তদের শাস্তির দাবী করছি।