এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় সংসদ কেন্দ্রিক শত ব্যস্ততার মাঝেও ফোক সম্রাজ্ঞী মমতাজ গান থেকে দূরে যাননি গেল পাঁচ বছরে। নিয়মিত রেকর্ডিং, টিভি লাইভ এবং দেশ-বিদেশের স্টেজ শো চালিয়ে গেছেন পুরনো গতিতে। তবে সেই গতিতে সম্প্রতি খানিক লাগাম টেনেছেন তিনি। মানিকগঞ্জ-২ আসন থেকে জতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন এ তারকা। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি নিজ এলাকা মানিকগঞ্জে অবস্থান করছেন। নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং এলাকাবাসীর সঙ্গে দেখা-সাক্ষাৎ করছেন। বলা যায়, দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই নিজ এলাকায় অবস্থান করছেন মমতাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, বরাবরই আমি গ্রামমুখী মানুষ। আমার যা কিছু তার সবটাই মানিকগঞ্জকে ঘিরে। তবে মনোনয়ন পাওয়ার পর এখন এলাকায় বেশি সময় দিচ্ছি। সে কারণে গান-বাজনা থেকে মাস দুয়েকের জন্য ছুটি নিয়েছি। নির্বাচনী প্রচারণা নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছি। তিনি আরও বলেন, নির্বাচন শেষ হলেই আমি আবার পূর্ণোদ্যমে গানে ফিরছি। গান নিয়ে আমার এখনও অনেক পরিকল্পনা বাকি রয়েছে। জানা যায়, মমতাজ তার পুরনো গানগুলো নতুন সংগীতায়োজনে গাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন এরই মধ্যে। তবে রাজনৈতিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকায় গানগুলোর রেকর্ডিং শুরু করতে দেরি হচ্ছে। এ পর্যন্ত ৮০০টিরও বেশি অ্যালবাম প্রকাশের দুর্লভ রেকর্ডধারী মমতাজ। যার মধ্যে অনেক গানের কথা-সুর হারিয়ে ফেলেছেন। সেগুলো খুঁজে পাওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছেন তিনি। উদ্ধার করেছেন বেশ কিছু পুরনো গান। সেখান থেকে সমপ্রতি ১২টি গান দিয়ে একটি রিমেক অ্যালবামও রেকর্ড করেছেন সমপ্রতি। হাসান মতিউর রহমানের কথা ও সুরে সাজানো রিমেক এ অ্যালবামটির নাম ‘৮০ বছর পরে’। যা নতুন বছরের নতুন উপহার হিসেবে প্রকাশ পাবে। আগামী বছর এমন আরও বেশ কিছু রিমেক গানের অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে এই ফোক সম্রাজ্ঞীর। মমতাজ বলেন, পালা গান-বাউল গান নিয়ে আমার পরিকল্পনার কোন শেষ নেই। সবকিছু ঠিক থাকলে ভালো মতো নির্বাচন সম্পন্ন হয়ে গেলে ২০১৪ সালে সংগীতের জন্য অনেক কিছু করার পরিকল্পনা মাথায় আছে আমার। সবাই আমার জন্য দোয়া করবেন।