স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে প্রাপ্ত বয়ষ্ক নারী পুরুষকে ছবি সহ তালিকাভূক্তি কার্যক্রমে স্ব-শরীরে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী প্রচার চালানো হয়েছে। জানা যায়, গতকাল সোমবার বানিয়াচঙ্গ উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২টি কলেজ, ২টি সরকারী উচ্চ বিদ্যালয় ও ১টি মাদ্রাসায় এ ব্যতিক্রমধর্মী প্রচার চালিয়েছেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ইউপি চেয়ারম্যান প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসে ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদেরকে তাদের প্রাপ্ত বয়ষ্ক আতœীয় স্বজন যারা ইতোপূর্বে ভোটার তালিকাভূক্তি হয়নি তাদেরকে আজ মঙ্গলবার ইউপি কমপ্লেক্সে স্ব-শরীরে উপস্থিত হয়ে ছবি সহ ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্তির জন্য দলবদ্ধ ভাবে বাড়ি বাড়ি গিয়ে তাগিদ দিতে অনুরোধ করেছেন। এ সময় চেয়ারম্যান মমিনের সাথে ছিলেন, ইউনিসেফ প্রকটিকেল একশনের ইউএসটি আজিজুল হক খান আজাদ।
যারা দেশের বিভিন্ন স্থানে কর্মক্ষেত্রে অবস্থান করছেন তাদেরকে মোবাইলে জানাতে চেয়ারম্যান উদ্ভোদ্ধ করেন। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সুফিয়া মতিন মহিলা কলেজ, বানিয়াচং সরকারী উচ্চ বিদ্যালয়, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এল আর সরকারী উচ্চ বিদ্যালয়, বাসিয়াপাড়া মাদ্রাসা, শরীফখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হেদায়েত উল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাগর দিঘীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বনমথুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রায়েরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রথমরেখ সরকারী প্রাথমিক বিদ্যালয়, তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয়।