স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ল-কলেজের ছাত্রী চুনারুঘাটের আছমার এখনো জ্ঞান ফিরেনি। এদিকে পুলিশ তার স্বামী রমজান আলী ও তার সহযোগীকে ধরতে বিভিন্নস্থানে অভিযান শুরু করেছে। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার নেপথ্য কাহিনী বেরিয়ে আসতে শুরু করেছে। আসমার পরিবার সূত্রে জানা যায়, আসমা বৃন্দাবন কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্রী থাকাকালীন চুনারুঘাট পৌর এলাকার হাতুন্ডা গ্রামের হাজী নিম্বর আলীর পুত্র রাজমিস্ত্রি রমজান আলী তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রথমে আসমা তাকে প্রত্যাখান করলেও বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এক পর্যায়ে দুজনের মাঝে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিয়ের পর আসমার পড়ালেখায় বাঁধা দিবে না রমজান আলী এমন কথা রেখে শ্রীমঙ্গল উপজেলার শিববাড়ি গ্রামের রমজান আলীর আত্মীয়ের বাড়িতে দুজনের বিয়ে হয়। এই বিয়ে আসমার পরিবার মেনে না নেয়ায় দুজন চুনারুঘাটে বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করে। এদিকে রমজান রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতে না পারায় আসমার পড়ালেখায় বাঁধা হয়ে দাড়ায়। তবুও থেমে থাকেনি আসমা। সে ভর্তি হয় হবিগঞ্জ ল-কলেজ ও সিলেট এমসি কলেজে মাষ্টার্সে। একদিকে পড়ালেখা অন্যদিকে সংসারের দেখাশুনার ভারও নিতে হয় তাকে। নিরূপায় হয়ে সে অলিপুর প্রাণ কোম্পানীতে চাকুরী নেয়। তবুও বন্ধ হয়নি রমজান আলীর নির্যাতন। দিন দিন নির্যাতনের মাত্রা বাড়তেই থাকে। এক পর্যায়ে গত শনিবার সন্ধ্যায় আছমাকে কৌশলে প্রাকৃতিক দৃশ্য দেখানোর কথা বলে সাতছড়ির গহীন বনে নিয়ে যায় তার স্বামী রমজান আলী। সেখানে উৎপেতে থাকে তার দুই সহযোগি। তারা আসমাকে ঝাপটে ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। বনকর্মীরা আসমার পরিবারের লোকজনকে খবর দিলে তারা আসমাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে চুনারুঘাট থানা পুলিশ রমজান আলী ও তার দুই বন্ধুকে ধরতে বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান শুরু করেছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার এসআই আব্দুল্লাহ জাহিদ জানান, রমজান ও তার দুই বন্ধুকে ধরতে অভিযান অব্যাহত আছে। অচিরেই তারা ধরা পড়বে। এ রিপোর্ট লেখাকালে আসমার পরিবার জানায়, এখনো তার জ্ঞান ফিরেনি। সে হাসপাতালের আইসিউতে রয়েছে। আসমা পূর্ব পাকুড়িয়া গ্রামের পর্দানিয়া বাড়ির মৃত হাজী নুরুল ইসলামের কন্যা।