রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিসে চুরি সংগটিত হয়েছে। শনিবার রাতে উপজেলার জগদীশপুরে অবস্থিত উপজেলা ভূমি অফিসের গ্রীলের গেইটের তালা ভেঙ্গে অফিসে ঢুকে কম্পিউটার সামগ্রী নিয়ে গেছে। এছাড়া মূল্যবান কাগজপত্র তছ নছ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নৈশ প্রহরী তোরাব আলীকে আটক করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ভূমি অফিসের নাজির তজম্মুল হক বাদি হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।