নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে গতকাল রবিবার সকালে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, এডঃ মাসুম আহমেদ জাবেদ, আব্দুল মুক্তাদির চৌধুরী, মেহের আলী মালদার, আনোয়ারুর রহমান, ছালিক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খয়ের, মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, মিনি বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন প্রমুখ। সভায় আগামী ঈদুল আযহা উপলক্ষে উপজেলার যানজট নিরসনসহ আইনশৃংখলা উন্নয়নে পুলিশ বাহিনীকে সর্তক দৃর্ষ্টি রাখার আহ্বান জানানো হয়।