প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেটবাসীর প্রিয় মুখ মহসিন আলীর রোগ মুক্তিতে মোনাজাতে অজস্র মানুষের আহাজারী। সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর রোগ মুক্তি কামনায় নবীগঞ্জের আউশকান্দিতে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। মোনাজাতে সিলেটবাসীর প্রিয় মানুষ মহসিন আলীর রোগমুক্তির মোনাজাতে অজস্র মানুষের আহাজারী করে আল্লাহ’র দরবারে প্রার্থনা করেন।
গতকাল রবিবার বাদ আছর বাংলাদেশ আওয়ামী তরুণলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গর্ভনিং বডির সদস্য আব্দুল হাকিম এর উদ্দোগে তার ব্যবসা প্রতিষ্টান সাগর ডেকোরেটার্স হীরাগঞ্জ মধ্য বাজারে এক মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্টিত হয়েছে। আউশকান্দি-হীরাগঞ্জ বাজার মসজিদের মোয়াজ্জিন ইসলাম উদ্দিনের দুরূদ শরিফের মাধ্যমে মোনাজাত করেন, আউশকান্দি হীরাগঞ্জ বাজার মসজিদের ঈমাম মাওঃ আব্দুল হাদি। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফারুক মিয়া, ফরিদ মিয়া, কৌছর মিয়া, আওয়ামীলীগ নেতা ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম, কোষাদক্ষ আব্দুর নুর, সাংবাদিক মোঃ ছাদিকুল ইসলাম, দৈনিক সমাচার প্রতিনিধি বুলবুল আহমদ, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ, মুবাশির আলী, সুলতান মাহমুদ প্রমূখ। মোনাজাতের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর রোগ মুক্তি কামনা করা হয়।