শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জ-বাহুবল আসনে আওয়ামীলীগ প্রার্থী মিলাদ গাজীর মনোনয়ন প্রত্যাহার জাপা প্রার্থী মুনিম চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওই আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজী গতকাল তার মনোনয়ন প্রত্যাহার করলে আর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বাবু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দু’দিন ধরেই জেলার সর্বত্র গুঞ্জন চলছিল সমঝোতার ভিত্তিতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শাহনেওয়াজ মিলাদ গাজী প্রার্থীতা প্রত্যাহার করবেন। এ খবরে গতকাল বিকেলে প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমানসহ বেশ কয়েজন সাংবাদিকরাও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু গতকাল নির্ধারিত সময় বিকেল ৫টা পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বিকেল ৫টা ১মিনিটে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে নিয়ে বেরিয়ে যান।
এ সময় জেলা নির্বাচন অফিসার মোঃ মনির হোসেন জানান, শাহনেওয়াজ মিলাদ গাজী তাকে ফোনে জানিয়েছিলেন তিনি তার মনোনয়ন প্রত্যাহারের জন্য ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন। এবং বিকেল ৫টার পূর্বে মিলাদ গাজী পুনরায় ফোনে রাস্তায় গোলযোগের কারনে নির্ধারিত সময়ে পৌছুতে পারছেন না বলেও জানান। পরে তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ে পৌছুতে না পারার কারণ উল্লেখ করে তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করার জন্য লিখিত আবেদন জানান। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার ওই আবেদনের গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে মিলাদ গাজীর মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করেন।
এদিকে শাহনেওয়াজ মিলাদ গাজী মনোনয়ন প্রত্যাহার করায় ওই আসনে আর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই। ফলে ওই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু একক প্রার্থী। তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তা এখন শুধু ঘোষনার অপেক্ষায়।
৯ম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন দেওয়ান ফরিদ গাজী। ২০১০ সনে তিনি মারা যাওয়ায় ওই আসনের উপ-নির্বাচনে মুনিম চৌধুরী বাবু জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com