মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে দুর্বৃত্তদের পেট্রলের আগুনে পুড়ে গেছে প্রাণীসম্পদ অফিস। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে বা কারা প্রাণীসম্পদ কর্মকর্তার অফিসকক্ষের কাঁচের জানালা ভেঙ্গে ভেতরে পেট্রল ঢেলে আগূন লাগিয়ে দেয়। এতে পুড়ে গেছে অফিসের মূল্যবান কাগজ ও কাঠের আসবাবপত্র এবং টেলিফোনসেট। প্রাণীসম্পদ মাঠ কর্মকর্তা মুখলেছুর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে দেখতে পান অফিস কক্ষে দাউ দাউ করে আগূন জ্বলছে। তার শোর-চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ ও হবিগঞ্জের ভেটেনারী সার্জন ডাঃ সাজেদুল ইসলাম অফিস পরদির্শন করার পর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাত আসামী উল্লেখ একটি জিডি এন্টি করেন। এদিকে চলমান সহিংস আন্দোলনে নাশকতার আশংকায় বানিয়াচং উপজেলা অফিস পাড়ায় আতংক বিরাজ করছে। সতর্ক অবস্থায় রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। বিশেষ করে নির্বাচন অফিসটি উপজেলা পরিষদ কমপ্লেক্স এর ভিতরে থাকায় সার্বক্ষনিক পুলিশ প্রহরা জোরদার রাখা হয়েছে। তবে প্রাণীসম্পদ অফিসে অগ্নিকান্ডের ঘটনাটি নাশকতা নয় বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি সামছুল আরেফীন। অন্য কোন কারণে এ ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান। এর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও তিনি জানান।