স্টাফ রিপোর্টার ॥ টানা বর্ষণে হবিগঞ্জের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার রাত থেকে অবিরাম বৃষ্টিপাতে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। প্রধান প্রধান সড়কসহ পাড়া-মহল্লায় ড্রেন ভরে বৃষ্টির পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভোগান্তির শিকার হয়েছে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ কর্মমুখী মানুষেরা। বিভিন্ন মার্কেটে ড্রেনের পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় পানি ঢুকে ব্যবসা প্রতিষ্ঠানের মালামালের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। শহরের চৌধরী বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী স্বপন জানান, দীর্ঘ দিন ধরে রাস্তাটি অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে আসছে জলাবদ্ধতা। তা সত্বেও পানি নিষ্কাশনের ব্যাপারে পৌরসভা উদাসীনতার মনোভাবের কারণে বার বার এই সমস্যার সম্মুখিন হচ্ছেন। শহরের শ্যামলী, নিউমুসলিম কোয়ার্টার, সিনেমা হল, নোয়াহাটি।
জানা যায়, পানি নিষ্কাশনের উৎস বিভিন্ন ছড়া ও খাল ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টিতে প্রায় সকল এলাকায়ই ড্রেনেজ সমস্যা থাকায় বৃষ্টিপাত হলে পানি ঢুকে পড়ছে বাসা বাড়িতে। ২৪ ঘন্টা ধরে জলাবদ্ধতা লেগে রয়েছে। ফলে এসব এলাকার লোকজন রয়েছেন মারাত্মক দুর্ভোগে। এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করেন, বার বার পৌর কর্তৃপক্ষকে বলার পরও এর কোন প্রতিকার হচ্ছে না। ফলে রাস্তা ভেঙ্গে খানা খন্দকে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই হাটু পানি লেগে থাকে। পানি নিষ্কাশনের রাস্তা না থাকায় ২৪ ঘন্টাই জলাবদ্ধতা থাকে। ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত স্কুল-কলেজ শিক্ষার্থীরাসহ চাকুরিজীবিরা যাতায়াত করে থাকেন। পানি থাকার কারণে ঘটছে র্দূঘটনা। গতকাল সরজমিন গিয়ে দেখা যায়, চৌধুরী বাজারের মোড় হতে পৌরমার্কেট পর্যন্ত রাস্তায় বৃষ্টির পানির কারনে যানজট লেগে থাকার সাধারণ মানুষ পানি মাড়িয়ে যাতায়াত করছেন।