এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শ্বশুরালয়ে গিয়ে ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় এমপি কেয়া চৌধুরীর সহযোগীতায় পাষন্ড স্বামী নানু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার শেরপুর থেকে ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গত শনিবার একই ঘটনায় অগ্নি দগ্ধ গৃহবধূ’র দায়েরকৃত মামলায় শ্বাশুড়ী মায়া বেগম (৪৮) কে গ্রেপ্তার করা হয়। সিলেট ওসমানী নগর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করলে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক মায়া বেগমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদপুর গ্রামের আবদুর রহিমের কন্যা রোমানা বেগম (২৩) যৌতুকের দাবিতে নির্যাতিত হয়ে পিত্রালয়ে চলে যায়। এর পরও পাষন্ড স্বামীর কবল থেকে নিজেকে বাঁচাতে পারেনি তিনি। গত বুধবার রাতে শ্বশুরালয়ে গৃহবধূ রোমানাকে স্বামী নানু মিয়া শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে সিলেট ওসমানী মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।
নৃশংস ঘটনায় পাষন্ড স্বামী নানু মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন গৃহবধুর পিতা হাজী আবদুর রহিম। অগ্নিদগ্ধ গৃহবধু ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে খবর পাওয়া গেছে।