মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীদের যৌন হয়রানীর প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে ॥ বাহুবলে বখাটেদের হামলায় আহত অর্ধশতাধিক ॥ ভাংচুর

  • আপডেট টাইম সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ৬৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ ছাত্রীদের যৌন হয়রানীর সাথে জড়িত বখাটে ছাত্রদের শাসানোর জের ধরে দুই গ্রামবাসীর ২ ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রছাত্রীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে হাইস্কুলের অফিস কক্ষে শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির নেতৃবন্দরা আটকা পড়েন। দুই ঘন্টা আটকে থাকার পর পুলিশের সহায়তায় তারা উদ্ধার হন। এ সময় হাইস্কুলে ব্যাপক ভাংচুর করা হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪১ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেছে। আহতদের বাহুবল ও সিলেট হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
Fayjabad_High_School-01 copyপ্রত্যদর্শীরা জানান, বাহুবল উপজেলার ফয়জাবাদ হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রীদের নিয়মিত যৌন হয়রানী করে স্থানীয় সুন্দ্রাটিকি গ্রামের কতিপয় বখাটেরা। এ বিষয়ে গত শনিবার বিদ্যালয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত এবং ওই বখাটেদের শাসিয়ে দেয়া হয়। এ প্রেক্ষিতে গতকাল রবিবার বখাটেরা স্কুলের ছাত্রছাত্রীদের উপর হামলা চালায়। এ ঘটনার জের ধরে পরবর্তীতে সুন্দ্রাটিকি ও পূর্ব ভাদেশ্বর গ্রামবাসীর মাঝে সংঘর্ষ বেঁধে যায়। উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সকাল সোয়া ১০টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষস্থল স্কুলের মাঠে হওয়ায় অফিসকক্ষে শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ অবরুদ্ধ হয়ে পড়েন। ২ ঘন্টা সংঘর্ষ চলাকালে স্কুলের অফিস কক্ষসহ বিভিন্ন শ্রেণী কক্ষে ব্যাপক ভাংচুর চালানো হয়। এ সময় আটকে পড়া শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির উপর হামলার চেষ্টা চালানো হয়। সংঘর্ষ চলাকালে বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, এএসপি (সার্কেল) সাজ্জাদ ইবনে রায়হান, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান মত্তাছির মিয়া সহ নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে দুপুর সোয়া ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণের আনে এবং অবরুদ্ধ শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দকে উদ্ধার করে। সংঘর্ষে গুরুতর আহতদের মাঝে সুন্দ্রাটিকি গ্রামের প্রবাসী দোলন মিয়া (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল এবং ১০ম শ্রেণীর ছাত্র জাকির হোসেন, রুবেল, তফাজ্জুল, ইমাম, মুছাব্বির, রাশেল, আফজল, তুহিন, জায়েদ, ৯ম শ্রেণীর ছাত্রী হালিমা, লিজা, নুরুল হক, রহিম, ৮ম শ্রেণীর ছাত্রী ফরিদা, তানজিনা, কাওসার, জুয়েল, রাজু, আলমগীর, ৭ম শ্রেণীর ছাত্রী লুবনা, সুবর্ণা, হোসনাসহ বেশ কয়েকজনকে বাহুবল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৪২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্তিতি নিয়ণন্ত্রে রয়েছে।
এ ব্যাপারে ফয়জাবাদ হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশিদ বলেন, ছাত্রীদের যৌন হয়রানীর সাথে জড়িত ছাত্রদের শাসানো হয়েছিল। এ ঘটনার জের ধরে বখাটেদের পক্ষ নিয়ে তাদের স্বগ্রামের কিছু লোক স্কুলের ছাত্রছাত্রীদের উপর হামলা করে এবং স্কুলে ব্যাপক ভাংচুর চালায়। পূর্ব ভাদেশ্বর সহ আশপাশের গ্রামের লোকজন এর প্রতিবাদ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com