কিবরিয়া চৌধুরী, স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ও ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি তথা গুরুত্বপূর্ণ সিএনজি ষ্ট্যাশনে গ্যাস সংকট ও পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল না থাকায় গত ২দিন ধরে ওই অঞ্চলের বিভিন্ন প্রকার যানবাহন চলাচলে বিঘœতার সৃষ্টি হয়েছে। গ্যাস ও পেট্রোল গাড়িতে ভরতে না পেরে দিনের পর দিন বসে থেকে হতাশায় ভূগছেন। অনেক শ্রমিকরাই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, একদিকে দেশের সংকটময় পরিস্থিতিতে জীবনবাজি রেখে যানবাহন চালাতে হয়। অপরদিকে নবীগঞ্জের ও মহা সড়কের আউশকান্দিতে সিএনজি ষ্ট্যাশনে গ্যাস না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। পেট্রোল চালিত যানবাহন গুলি ও পড়েছে চরম সংকটে। জানা যায়, গত দুইদিন ধরে আউশকান্দি সিএনজি ষ্ট্যাশন এর ইঞ্জিন বিকল হওয়ায় সিএনজি ষ্ট্যাশনের সকল কার্যক্রম বন্ধ থাকে। গভীর রাত পর্যন্ত দেখা যায় গ্যাস নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন। মহা সড়কের আউশকান্দি পেট্রোল পাম্প দীর্ঘদিন ধরে বন্ধ, জালালপুর পেট্রোল পাম্পে অকটেন ব্যতিত আর কোন জ্বালানি তৈল পাওয়া যায়নি। সৈয়দপুর পেট্রোল পাম্পে সকালে পাওয়া গেলে বিকালে পাওয়া যায়নি।