স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের স্বনামধন্য স্কুল ও কলেজের সামনে বখাটের উৎপাত বৃদ্ধি পেয়েছে। বখাটেদের কারণে নিরাপদভাবে বাসা বাড়ি থেকে স্কুল কলেজে আসা যাওয়া করতে পারছে না ছাত্রীরা। তাদেরকে নিয়ে অভিভাবকরা উদ্বেগ উৎকন্ঠায় থাকছেন। প্রতিদিনই বখাটের উৎপাত সহ্য করতে হচ্ছে নিরীহ ছাত্রীদের। পুলিশ মাঝে মধ্যে বখাটেদের আটক করলেও মুচলেকার বিনিময়ে ছেড়ে দেয়ায় বন্ধ হচ্ছে না ইভটিজিংয়ের নামে যৌন হয়রানি। সপ্তাহ খানে পূর্বে শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুলের জনৈক ছাত্রীকে উত্যক্তের করার দায়ে এক বখাটেকে ২ মাসের কারাদন্ড দিয়েছিল মোবাইল কোর্ট। কিন্তু এরপরও বন্ধ হয়নি ছাত্রী উত্যক্তের ঘটনা। প্রতিদিনই শহরের বিকেজিসি, জেকে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয়সহ সরকারি মহিলা কলেজের প্রধান ফটকে ছুটির সময় বখাটেরা জড়ো হয়ে দলবেঁধে নানান ভঙ্গিমায় ছাত্রীদের উত্যক্ত করে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, এমন অবস্থা বাড়তে থাকলে মেয়েদেরকে স্কুল-কলেজে পাঠানো বন্ধ করে দেয়া ছাড়া আমাদের কোন উপায় থাকবে না। বিষয়টির প্রতি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেয়ার দাবী জানান তারা।