স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের বর্ষীয়ান ও প্রগতিশীল রাজনীতিবিদ, প্রখ্যাত শ্রমিক নেতা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এম এ আজিজ। হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সাবেক রাজনৈতিক সংগঠক এম এ আজিজ সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বলেন, কাজী জাফর আহমেদ এর মৃত্যুতে দেশ একজন দক্ষ রাজনীতিবিদকে হারালো। যার শূন্যতা পূরণ হবার নয়। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।