প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবীগঞ্জ পৌর শাখার ৮নং শিবপাশা ওর্য়াড কমিটি গঠিত হয়েছে। গত বুধবার রাতে শিবপাশা প্রাইমারী স্কুল প্রাঙ্গনে অনুষ্টিত এক সভায় সর্বসম্মতিক্রমে সমীরন চক্রবর্ত্তীকে সভাপতি, গুরুপদ দাশ ময়না সাধারণ সম্পাদক, যুব দাশ সাংগঠনিক ও তপন দাশকে অর্থ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাবেক কমিশনার বাবুল চন্দ্র দাশের সভাপতিত্বে এবং গুরুপদ দাশ ময়নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযপান পরিষদের উপজেলা শাখার সভাপতি নিখিল আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, সাধন দাশ, রসময় শীল, নীলকন্ঠ সামন্ত দাশ নন্টি, রতন মনি মহালদার, অনিল দাশ, নিপেশ চক্রবর্ত্তী, পিকলু দাশ, সঞ্জিত দাশ, কাজল চক্রবর্ত্তী, মিহির দাশ, বিশু চক্রবর্ত্তী, অজয় ও রাহুল প্রমূখ।