স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ও হবিগঞ্জ জেলার অন্যতম দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী শচীন্দ্র কলেজ জাতীয়করণের দাবিতে কয়েক হাজার ছাত্র-জনতা উপস্থিতিতে দুই কিলোমিটার রাস্তা জুড়ে এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের ছাত্র-শিক্ষক-কর্মচারী ও এ অঞ্চলের সচেতন জনগণের আয়োজনে গতকাল বৃহ¯পতিবার বেলা ১১টায় শচীন্দ্র কলেজ ক্যাম্পাস সংলগ্ন হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে এ অঞ্চলের জনসাধারণ, শ্রমজীবী, কৃষিজীবী, শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন পরবর্তী আলোচনায় বক্তারা বলেন-অত্র এলাকায় শিক্ষার আলো বিস্তারের প্রাণকেন্দ্র শচীন্দ্র কলেজ জাতীয়করণ আমাদের প্রাণের দাবী। বক্তারা গর্ব করে বলেন, শচীন্দ্র কলেজ উপজেলার সবচেয়ে বড় কলেজ এবং প্রতিবছর ফলাফলের দিক দিয়েও উপজেলার অন্যান্য কলেজের চেয়ে শীর্ষ অবস্থানে থাকে। কলেজের বিশাল আয়তন ক্যাম্পাস, পর্যাপ্ত একাডেমিক ভবন, অবকাঠামোগত ব্যাপক সুযোগ-সুবিধা, সম্পূর্ণ রাজনীতিমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে বলেন, বানিয়াচং উপজেলায় কোন কলেজ সরকারিকরণ করা হলে, একমাত্র শচীন্দ্র কলেজই এর যৌক্তিক দাবি রাখে। বক্তারা আরো বলেন, বানিয়াচং উপজেলার মধ্যে একমাত্র শচীন্দ্র কলেজেই অনার্স কোর্স থাকায় ভাটি অঞ্চলের কয়েকটি উপজেলার দরিদ্র শিক্ষার্থীরা অনার্স তথা উচ্চ শিক্ষার কাঙ্খিত সুযোগ পেয়েছে। তারা বলেন, কলেজটি এই ভাটি অঞ্চলে গুণগত ও মানসম্মত শিক্ষা বিস্তারে আলোর মশালের ন্যায় কাজ করে যাচ্ছে। বক্তারা বাস্তব দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, শচীন্দ্র কলেজ থেকে শুধু বানিয়াচং-আমিরীগঞ্জ উপজেলার শিক্ষার্থীরাই নয়, শিক্ষার গুণগত মানের কারণে গোটা হবিগঞ্জ জেলার শিক্ষার্থীরা, এমনকি পার্র্শ্ববর্তী অন্যান্য জেলার শিক্ষার্থীরাও শিক্ষা গ্রহণে এ কলেজে ভীড় জমাচ্ছে। বর্তমানে কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন হাজার ছাড়িয়ে গেছে। বক্তারা আরো বলেন- কলেজটি শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। তারা বলেন, বোর্ড যেখানে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ কলেজটিকে কয়েকবার কৃতিত্বপূর্ণ সম্মানা ক্রেস্ট প্রদান করেছে, আর বর্তমান সরকারও কৃতিত্বপূর্ণ ফলাফলের পৃষ্ঠপোষক, তাই সরকারের দায়িত্ব হচ্ছে কলেজটিকে জাতীয়করণ করে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়া এ অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজের পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আধুনিক পদ্ধতিতে পাঠদান, প্রায় পাঁচ হাজার পুস্তক সম্বলিত সমৃদ্ধ গ্রন্থাগার, কম্পিউটার শিক্ষার অবারিত সুযোগ, দক্ষ রোভার স্কাউট, বিতর্ক প্রতিযোগিতায় কয়েকবার সম্মানজনক পারফরমেন্স, পড়ালেখার সশৃঙ্খল উন্নত পরিবেশ কলেজটিকে বাংলাদেশের অন্যতম মডেল কলেজে উন্নীত করেছে। বক্তারা মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, কলেজটিকে জাতীয়করণ করে প্রধান মন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। দাতা সদস্য ও সাবেক চেয়াম্যান মোঃ শরীফ উল্লাহর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুনের পরিচালনায় মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কলেজের প্রতিষ্ঠাতা দানবীর বাবু শচীন্দ্র লাল সরকার, অধ্যক্ষ এসকে ফরাস উদ্দিন শরীফী, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান আসকর মিয়া, জিবির সদস্য আবুল ফজল চৌধুরী, জিবি’র সদস্য এডভোকেট আব্দুল হামিদ, প্রভাষক লতিফ হোসেন, শেখ আজিজুল হক, জিবি’র সাবেক সদস্য আবদাল হোসেন তরফদার, জিবি’র সাবেক সদস্য রাখাল চন্দ্র দাশ, সাবেক কমিশনার মোঃ মিজানুর রহমান, আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, শওকত আরেফিন সেলিম, কাশেম বিল্লাহ নোমান, তরিকুল্লাহ, প্রধান শিক্ষক নিতেন্দ্র সূত্রধর, সাবেক রেঞ্জার আকবর হোসেন, আব্দুর রকিব, আলী হায়দার, তরিক উল্লা, বেলাল খান, জয়নাল আবেদীন, সুনীল বরণ দেবনাথ চৌধুরী, চুনু চৌধুরী, সোমেন চৌধুরী প্রমুখ। পরিশেষে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীসহ এ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ শচীন্দ্র কলেজটি জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণসহ তাঁর একান্ত সহযোগীতা কামনা করেন।