স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও ভূমিহীন পাড়ায় মদ, গাঁজাসহ অসামাজিক কার্যকলাপ চলছে। গ্রামবাসী জানান, ওই পাড়ার জনৈক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চলে আসছে। বিভিন্ন এলাকা থেকে মাদক সেবীরা এসে ওই বাড়িতে জড়ো হয়ে মদ, গাঁজাসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এতে করে এলাকার এক শ্রেণির উঠতি বয়সি যুবকরা বিপথগামী হচ্ছে। দীর্ঘ দিন ধরে বিষয়টি পাড়াসহ গ্রামের লোকজন জানার পরও প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। কেউ মুখ ফুটে কিছু বলতে গেলে নারী নির্যাতন মামলার হুমকি দেয়া হয়। তাই ভেতরে প্রচণ্ড ক্ষোভ থাকলেও প্রকাশ্যে কেউ কিছু বলতে সাহস করছেনা। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন গ্রামের লোকজন।