স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমানের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ এল্যায়েন্স লুটন ইউকে এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ফজিলত আলী খান। সাবেক ছাত্র নেতা সংগঠনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সমাজ সেবক হান্নান চৌধুরী, খুরুম সফিক চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, মান্নান চৌধুরী, সৈয়দ দেলওয়ার হোসেন, ফাহিম চৌধুরী, সুলেমান চৌধুরী, সিয়াম চৌধুরী, আব্দুল মাজিদ শুভ, জাকারিয়া আহমেদ প্রমুখ। সভার শুরুতে সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে অতিথিকে শুভেচ্ছা জানান। সভায় কোরান তেলাওয়াত করেন ক্বারী বদরুদ্দোজা চৌধুরী শামীম। সভায় হবিগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।