স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার লহরছপুর গ্রামে নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় এক ইউপি মেম্বার মরিয়া হয়ে উঠেছেন। আশংকাজনক অবস্থায় ওই শিশুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। ওই শিশুর পিতা জানান, তার শিশু লহরছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। গত মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফিরে বিকাল ৩টার দিকে স্থানীয় শাখা বরাক নদীতে গোসল করতে যায়। এসময় চুনারুঘাট সদরের কওমী মাদ্রাসার চাকুরীচ্যুত শিক্ষক লহরছপুর গ্রামের আব্দুস সমেদের লম্পট পুত্র আব্দুল করিম ওরফে সাদিক (২৭) পানিতে নেমে ওই ছাত্রীকে ঝাপটে ধরে নদীর পাড়ে তুলে নিয়ে ধর্ষণ করে। ওই শিশুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে লম্পট করিম পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় মেম্বার মোতাব্বির হোসেন মরিয়া হয়ে উঠেছেন। এমনকি মামলা না করার জন্য ওই শিশুর পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে ধর্ষকের স্বজনরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে সরজমিনে গিয়ে দেখা যায়, ওই শিশু যন্ত্রনায় কাতারাচ্ছে। এ ব্যাপারে ডাক্তার দেবাশীষ দাশ জানান, ধর্ষণের ফলে ওই শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার আব্দুল বাতেন খান জানান, বিয়ষটি আমার জানা নেই। তবে অভিযোগ বা মৌখিকভাবেও যদি আমাদেরকে অবগত করা হয় তাহলে যথাযত ব্যবস্থা নেয়া হবে।