স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আদালত পাড়ায় ধুমপায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধরের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৫ বিচারপ্রার্থী ও ১ আইনজীবি সহকারিকে ধুমপানের অপরাধে ৫০ টাকা করে ৩শ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার এএসআই আবু নাইমসহ একদল পুলিশ।