আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে নৌকাডুবিতে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০জন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মাধবপুর মাছ বাজারের সন্নিকটে সোনাই নদীতে এ নৌকাডুবির ঘটনাটি ঘটে। নিহত মহিলার নাম ফিরোজা বেগম (৪০)। তিনি মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুরের নুর মিয়ার স্ত্রী।
নৌকায় থাকা যাত্রী খলিলুর রহমান জানান, নৌকাটি যাত্রী নিয়ে মাধবপুর থেকে আখাউড়া খরমপুর হযরত সৈয়দ গেছুদারাজ কল্লা শরীফ মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মাধবপুর মাছ বাজারের সন্নিকটে যাওয়ার পরই পাটাতন ভেঙ্গে নৌকায় পানি উঠতে শুরু করে। মুহুর্তের মধ্যেই নৌকাটি সোনাই নদীর মাঝখানে ডুবে যায়। এ সময় লাফিয়ে কিছু যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও ফিরোজা বেগম পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে এবং আহত অবস্থায় মন্নাফ (৬০), নেকজান (৫০), আনোয়ারা (৫০) ও অজ্ঞাত (৪০) একজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।