বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আকিজ বিড়ি কোম্পানীর সেলসম্যানকে মারধোর করে অর্ধলক্ষধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের করাঙ্গী ব্রীজের নিকটবর্তী স্থানে। ঘটনার পরপর স্থানীয় লোকজন দুর্বৃত্তদের হামলায় আহত সেলসম্যান রিয়াজ আল মানজুর (২২) কে আহতাবস্থায় বাহুবল হাসপাতালে ভর্তি করেছেন।
সংশ্লিষ্টরা জানান, বাহুবল উপজেলা সদর সংলগ্ন জাঙ্গালিয়া গ্রামের মরহুম মাওঃ গোলাম মওলা’র পুত্র রিয়াজ আল-মানজুর দীর্ঘদিন ধরে আকিজ বিড়ি কোম্পানীর সেলসম্যান হিসেবে স্থানীয় বিভিন্ন বাজারে কাজ করে আসছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি স্নানঘাট বাজার থেকে কালেকশন শেষে বাইসাইকেল যোগে রওনা দেন। তিনি বাহুবল সদর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্টের অদূরে করাঙ্গী ব্রীজের কাছে পৌছামাত্র একটি সাদা রঙের মাইক্রোবাস তার গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস যাত্রী ছদ্মবেশী মুখোশধারী দূর্বৃত্তরা রিয়াজ আল মানজুর এর মুখ ও হাত বেঁধে মারধোর করে। এ সময় দুর্বৃত্তরা তার সাথে থাকা নগদ প্রায় ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।