প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্দোগে প্রবাসী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য ম্যানচেষ্টার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, সেন্ট্রাল বন্সের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরু উদ্দিন চৌধুরী বুলবুল, মিডল্যান্ড যুবলীগ সহ-সভাপতি আব্দুল মুকিত, লাকবড়া যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইমরানুল বর চৌধুরী আফজল।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর মিজান, শেখ মোঃ মামুন, চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ। জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, পৌর আওয়ামী লীগ নেতা সুরুজ আলী, আশিকুর রহমান বাদল, ইকবাল ভুইয়া, আব্দুল হাকিম, ভুবন দত্ত, ফুল মিয়া, ফজলুল করিম, আব্দুল খালেক, ইয়াহিয়া চৌধুরী, আশরাফ আলী, আরিফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, ছাত্রলীগ নেতা জোবায়ের আহমেদ ও হামিদুর রহমান জুনু প্রমূখ। অনুষ্ঠানে পৌর, ওর্য়াড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।