স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বরমপুর গ্রামে ৬ সন্তানের জনকের সাথে পালিয়ে গেছে ২ সন্তানের জননী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, ওই গ্রামের আলীমুল্লাহর পুত্র ৬ সন্তানের জনক মোঃ সেলিম মিয়া (৩৫) এর সাথে প্রতিবেশী স্বামী পরিত্যাক্তা ২ সন্তানের জননী নুরুন্নাহার (৩০) এর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। বিষয়টি আচঁ করতে পারে সেলিমের স্ত্রী মনোয়ারা খাতুন। এনিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া হতো। কিন্তু নুরুন্নাহারের প্রেমে সেলিম মজনু হয়ে যায়। তারা স্বপ্ন দেখে ঘর বাধার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নুরুন্নাহার ও সেলিম অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। এ ব্যাপারে সেলিমের স্ত্রী নিরূপায় হয়ে হবিগঞ্জ কোর্টে তাদের বিরুদ্ধে মামলা করেন। গতকাল বৃহস্পতিবার সেলিম ও নুরুন্নাহার কোর্টে হাজিরা দিতে আসলে মনোয়ারা ও তার স্বজনরা সেলিম ও নুরুন্নাহারকে আটক করে গণধোলাই দেয়। এক পর্যায়ে সেলিম পালিয়ে যায় এবং নুরুন্নাহারকে আটক করে কোর্টে নিয়ে যাবার চেষ্টা করলে সেও কৌশলে চলে যায়।