স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার গ্রামীণ স্বাস্থ্যসেবা লন্ডভন্ড হওয়ায় পুটিজুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবলের অভাবে স্বাস্থ্যসেবা শুণ্যের কোটায় পৌঁছে এখন স্বাস্থ্য কেন্দ্রটি নিজেই রোগী। এ কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন স্যাকমো, একজন ফার্মাসিস্ট, একজন পরিবার কল্যাণ পরিদশির্কা, একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ৫জন পরিবার কল্যাণ সহকারী, একজন আয়া ও একজন নিরাপত্তা প্রহরীর পদ থাকলেও শুধু মাত্র একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন ফার্মাসিস্ট, ৪ পরিবার কল্যাণ সহকারী, একজন আয়া কর্মরত আছেন। ১৩টি জনবলের বিপরিতে কর্মরত আছেন মাত্র ৭ জন। আবার এই ৭ জনের মধ্যে কয়েকজন সপ্তাহে আসেন মাত্র ২ থেকে ৩দিন। ওই কেন্দ্রে পরিবার কল্যাণ পরিদর্শিকা হালিমা খাতুন ও ফার্মাসিস্ট বিজয় সিংহই একমাত্র ভরসা স্বাস্থ্যসেবার জন্য। ওই স্বাস্থ্যে কেন্দ্র প্রতিদিন পুটিজুরী ইউনিয়নসহ আস পাশের কয়েকটি গ্রামের শতাধিক রোগী আসেন চিকিৎসা সেবা নিতে। এতে করে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবা থেকে। স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ভিজিটর হালিমা খাতুন জানান, জন বলের অভাবে সেবাদান ব্যাহত হচ্ছে। আমাকেও ২টি ইউনিয়নের দায়িত্ব দেয়া হয়েছে। একদিকে গেলে অন্যদিক খালি থাকে। লোকজন এসে না পেয়ে গালমন্দ করে ফিরে যায়। নিরাপত্তা প্রহরী না থাকায় কেন্দ্রটি অরক্ষিত থাকে। এলাকাবাসী গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবী জানান।