আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন কর্মসূচির আওতায় শিশু ও নারীদের জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ইউনিসেফে’র সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল করীরের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ, ইউনিসেফ কর্মকর্তা খন্দকার লুৎফুল খালেদ, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু, সামসুল ইসলাম মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুকোমল রায়, পঃপঃ কর্মকর্তা আকিবউদ্দিন, শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান, বিআরডিবি কর্মকর্তা লতিফা বেগম, পৌর সচিব মোঃ ফারুক, ব্র্যাক কর্মকর্তা বিধান ধর প্রমুখ। কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেয়।