আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে খড়কী গ্রামে কৃষক ফুরুক মিয়া হত্যা মামলার প্রধান আসামী শাহ আলম (৪৮) কে বুধবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কেএম আজমিরুজ্জামান জানান, বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আলআমিন হোটেলের নিকট থেকে তাকে ঢাকায় যাওয়ার পথে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার খড়কী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। হত্যাকান্ডের পর থেকেই শাহ আলম বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।