নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ স্যার, ক্লাস ফাঁকি দিয়ে এখন আমরা আর দুষ্টুমি করতে পারি না। দুষ্টুমি করলেই ধরা পড়ে যাই। মিথ্যা বলে আর পাড় পাই না আমরা। ধরা খেয়ে যাই। হেড স্যার ক্লাসে ক্যামেরা ফিট করে দিছেন …। হাসি মাখা কন্ঠে এ কথা গুলো বলছিলো কাচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীর কঁচি শিক্ষার্থী নাসরিন আক্তার তমা। তার মত একই সুরে অন্যান্য শিক্ষার্থীরাও জানাচ্ছিল তাদের ভিন্নধর্মী আক্ষেপের কথা। তবে শিক্ষার্থীরা তাদের শ্রেণি কক্ষ ডিজিটাল হওয়ায় বেজায় খুশি। তাদের স্কুলে সিসি ক্যামেরা সংযোজিত হওয়ায় বেশ উল্লসিত তারা। সম্প্রতি চুনারুঘাটের কাচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫টি শ্রেণি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চুনারুঘাটের ১শ ৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এটি একমাত্র সরকারী প্রাথমিক বিদ্যালয়-যেখানে সংযোজিত হলো সিসি ক্যামেরা। এ ক্যামারার রেকর্ড পর্যালোচনা করে নেয়া হচ্ছে শিক্ষাবান্ধব পদক্ষেপ। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গত ১৭ আগষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকদের আর্থিক সহায়তায় শ্রেণি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এখন ওই ক্যামেরার মাধ্যমে শিক্ষকের পাঠদানসহ ছাত্রছাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, সিসি ক্যামেরা স্থাপন করে কাচুয়া প্রাথমিক বিদ্যালয়টি অনন্য নজির স্থাপন করলো। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে ওই ক্যামেরা যুগান্তকারী ভূমিকা রাখবে। তিনি বলেন, হবিগঞ্জ জেলার কোন প্রাইমারী স্কুলে সিসি ক্যামেরা নেই। প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নিজের শ্রেণি কার্য নিজে বা অন্য সহকর্মীরা দেখে-তা থেকে আরো উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন। পেশাগত দক্ষতা উন্নয়ন সভায় (পিডিএম) এ বিষয়টি অনেক উপকারে আসবে। সহকারী শিক্ষকরা জানান, আমাদের নিজের শ্রেণি কার্যক্রম পরবর্তীতে দেখার সুযোগ পাচ্ছি। এতে আমরা খুবই আনন্দিত। অভিভাবক হাজী জারি মিয়া বলেন, এতোদিন জানতাম, নিরাপত্তার কারনে সরকার বিভিন্ন অফিসে সিসি ক্যামেরা লাগাতো। এখন সেই ক্যামেরা স্কুলে । বেশ ভাল লাগলো এসব দেখে। উল্লেখ্য, কাচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ২০১৫ সালে উপজেলার শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয়ের মর্যাদা লাভ করে। গত বছর এ বিদ্যালয় থেকে ১০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিলো।