স্টাফ রিপোর্টার ॥ গ্রীস নেয়ার কথা বলে প্রতারণা করে ৭ লাখ টাকা আত্মসাত মামলায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া আবু মুছাকে কারাগারে পাটানো হয়েছে। গতকাল আদালত এ আদেশ প্রদান করেন। অপর আসামী মুছার ভাই কাসেম ইরানে অবস্থান করে আন্তর্জাতিক মাফিয়া চক্রের সাথে লিয়াজো করে লোকজনকে প্রলোভন দিয়ে বিদেশে নিয়ে নিজেদের কবজায় আটকে রেখে মুক্তিপণ আদায় করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে থাকে। আরেক ভাই আব্দুল হাসেম তুরস্কে অবস্থান করে একটি অপরাধ জনিত মামলায় ইস্তাম্বুলের একটি কারাগারে আটক রয়েছে। আর এদেশে ওইসব মুক্তিপণের টাকা আদায় করে থাকত আবু মুছা। গত ১১ ডিসেম্বর রাতে মোহাম্মদ আলী ওরফে নুরুল ইসলাম আবু মুছা বিদেশে অবস্থানরত তাদের ভাইদের বিরুদ্ধে থানায় ৪০৬/৪০২ ধারায় প্রতারণা মামলা দায়ের ও একই রাতে মুছা গ্রেফতার করা হয়।