স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী জেলা জাপা সাধারণ সম্পাদক শংকর পাল ও হবিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপার সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে লাঙ্গল প্রতীক পেয়েছেন। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত পত্রে তাদের লাঙ্গল বরাদ্দ প্রদান করেন। এ ব্যাপারে হবিগঞ্জ-২ আসনে জাপা প্রার্থী শংকর পাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি লাঙ্গল প্রতীক বরাদ্দ পাবার বিষয়টি নিশ্চিত করেন। হবিগঞ্জ-৩ আসনের জাপা প্রার্থী আতিকুর রহমান আতিকও এ সংক্রান্ত পত্র পেয়েছেন বলে শংকর পাল জানান।