প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্ব নন্দিত ইসলামী ব্যক্তিত্ব চ্যানেল আই ও মাই টিভির ভাষ্যকার শায়েখ আল্লামা নূরুল ইসলাম ফারুকী এর হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করলে সরকারকে আগামী নির্বাচনে তার খেসারত দিতে হবে। বাংলার লক্ষ কোটি সুন্নী জনতা এর জবাব দিবে। গতকাল বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের উদ্যোগে শায়েখ আল্লামা নূরুল ইসলাম ফারুকী এর প্রথম শাহাদৎ বার্ষিকী ও খুনীদের গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবিতে আলোচনা সভায় বক্তাগন এ সব কথা বলেন। শায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ্ব মাওঃ সাজিদুর রহমানের সভাপতিত্বে মাওঃ মুফতি হারুনুর রশিদ ও ডাঃ মাওঃ আব্দুল কাদির বিপ্লবীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওঃ শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, দক্ষিন হবিগঞ্জ সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ আব্দুল হান্নান তালুকদার (মোহন), ইসলামী ফ্রন্ট নেতা বিএসসি জাহিদুল ইসলাম, প্রভাষক মাওঃ শাহাব উদ্দিন, অধ্যক্ষ আলহাজ ফারুক মিয়া, আলহাজ ডাঃ আব্দুল ওয়াহাব, মোঃ আবদুল ওয়াহেদ বাচ্চু, মোঃ ইকবাল হোসেন, মোঃ লাল মিয়া ভান্ডারী, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ আবু তাহের গনি, মোঃ নুরুল আলম সিদ্দিকী, মোঃ জিতু মিয়া লস্কর, মোঃ হেলাল মিয়া, মাওঃ আবুল কালাম, হাফেজ মাওঃ সৈয়দ মোজ্জাকির হোসেন, মুফতি রেজাউল করিম, ডাঃ আব্দুর রহিম, মাওঃ শফিকুল ইসলাম, পীরজাদা শফিকুল ইসলাম সিদ্দিকী, মাওঃ আফজাল খান, মোঃ জামাল মিয়া, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ নিজাম উদ্দিন, হাফেজ মাওঃ মোজাহিদ আহমেদ মানিক, মাওঃ শাহ আলম, কে এম ফরাশ উদ্দিন, মোঃ ইদ্রিস আলী, হাফেজ নজরুল ইসলাম, মোঃ জালাল উদ্দিন, আব্দুল বাছির চৌধুরী, মোঃ ফয়সাল মিয়া। এছাড়া ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনার বিভিন্ন শাখার শতশত নেতাকর্মী এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।