চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের কালিশিরি বাজারের ব্যবসায়ী কাছম আলীর দোকানে হামলা চালিয়ে ২০ হাজার টাকা লুটে নিয়েছে একদল সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। এ নিয়ে থানায় একই গ্রামের সৈয়দ ময়না মিয়াসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা হয়েছে। মামলা সূত্রে প্রকাশ, ঘটনার দিন হঠাৎ করে ময়না মিয়া কাছম আলীর নিজস্ব ব্যবসা প্রতিষ্টানে প্রবেশ করে হামলা চালায়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা ক্যাশ থেকে ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।