স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ চৌধুরীর সম্মানে মানচেস্টার শহরে এক মতিবিনময় সভা ইংল্যান্ডের ওল্ডহামস্থ ইন্ডিয়ান ওসেন রেস্টুরেন্টে অনুস্টিত হয়। নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিতির উপদেস্টা অধ্যাপক আব্দুল হান্নান, উপদেস্টা ড. মোঃ শাহনেওয়াজ. উপদেস্টা মোঃ আবু তালেব, সহ-সভাপতি ইনজল মিয়া, সহ-সভাপতি তাজ উদ্দিন, কোষাধ্যক্ষ ফজলুল হক, নজরুল ইসলাম নজরুল, সিমতির নেতা রায়হান মিয়া, মোঃ শাহজাহান, মতিউর রহমান চৌধুরী, জাহাঙ্গীর, সাদিক মিয়া, আলী জাহান, আবুল কাশেম, জিল্লুর রহমান প্রমুখ।