স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় প্রথম প্রতিষ্ঠিত উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণের দাবিতে হাজার হাজার ছাত্র-জনতার উপস্থিতিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর আয়োজনে গতকাল রবিবার সকালে উপজেলার মিরপুর বাজার চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কাউকে ছোট করতে চাইনা, কেউ আমাদের প্রতিপক্ষও নয়। শুধুমাত্র আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য রাস্তায় দাড়িয়েছি। প্রয়োজনে উপজেলার বৃহত্তর স্বার্থে সর্বশক্তি দিয়ে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।
নেতৃবৃন্দ বলেন, বাহুবল উপজেলায় উচ্চ শিক্ষার পথ প্রদর্শক আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণের দাবিটি শুধুমাত্র নির্দিষ্ট কোন এলাকার নয়। এ দাবি গোটা উপজেলাবাসীর প্রাণের দাবি। বাহুবল উপজেলায় উচ্চ শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণ ছাড়া বিকল্প নেই। ইতিমধ্যে কলেজটিকে সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রী বরাবরে সুপারিশ করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক।
বক্তারা আরো বলেন, আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ গোটা উপজেলার আলোকবর্তিকা। বাহুবল যখন উচ্চ শিক্ষায় অন্যান্য উপজেলা থেকে যোজন যোজন পিছিয়ে ছিল, তখন উপজেলাবাসীর জন্য আশির্বাদ হিসেবে আবির্ভূত হয় কলেজটি। পর্যাপ্ত আয়তন ও একাডেমিক ভবন, দক্ষ শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকদের আশানরূপ সাড়া, যুগোপযোগী পদ্ধতিতে পাঠদান, কৃতিত্বপূর্ণ ফলাফল, সুবিধাজনক যাতায়াত, উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা, নিজস্ব খেলার মাঠ, অনার্স কোর্সসহ সর্বদিক দিয়ে আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ গোটা উপজেলার মধ্যে স্বীকৃত শ্রেষ্ঠ কলেজ। শুধু তাই নয়, কলেজটি হবিগঞ্জ জেলারও অন্যতম শ্রেষ্ঠ কলেজ।
এলাকার বিশিষ্ট মুরুব্বি ইব্রাহীম মুন্সির সভাপতিত্বে ও কলেজের প্রভাষক আফতাব উদ্দিন এবং আব্দুল হাই ভূইয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম, মিরপুর উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও মিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ি দেলোয়ার হোসেন চৌধুরী দুলাল, অভিভাবক প্রতিনিধি ও বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ আসকার আলী, লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, কলেজের অভিভাবক প্রতিনিধি মোঃ জিতু মিয়া, অভিভাবক প্রতিনিধি জাহিদুল হক জিতু, বিশিষ্ট রাজনীতিবিদ সাইফুদ্দিন লিয়াকত, ডাঃ আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান অনু, নাগরিক পরিষদের সভাপতি আব্দুল জব্বার ফুল মিয়া, যুবনেতা মোঃ তারা মিয়া, আলাউর রহমান শাহেদ, বিশিষ্ট ব্যবসায়ি হাজি আব্দুল আউয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল গনি, বাহুবল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাবেদ আলী, বাহুবল মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সমুজ আলী রানা, সাধারণ সম্পাদক এম সামসুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ি মীর জমিলুন্নবী ফয়সল, ছাত্রনেতা আব্দুল আহাদ কাজল, মিরপুর উন্নয়ন ফোরামের নির্বাহী সভাপতি দিদার এলাহী সাজু, সাধারণ সম্পাদক এম এ আজাদ, সাংগঠনিক সম্পাদক মিলন শাহ, যুবনেতা মোঃ আব্দুল হাই, মোঃ ফরিদ মিয়া, মামুনুর রশীদ, ছাত্রনেতা মিলাদ হোসেন, আলী আজম প্রমুখ।
উল্লেখ্য, বাহুবল উপজেলার মামদনগর গ্রামের আলিফ-সোবহান পরিবারের অর্থায়নে ১৯৯৩ সালে উপজেলায় সর্বপ্রথম প্রায় ৪ একর ভূমির উপর কলেজটি প্রতিষ্ঠিত হয়।