আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাহেব আলী (৪৫) নামে এক মানব পাচারকারীকে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। থানার এস.আই সামস্-ই-তাব্রীজ জানান-শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে দত্তপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দত্তপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। ৫৫ বিজিবি ব্যাটালিয়ন ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফ জানান, গত এক মাস আগে আটক সাহেব আলী হবিগঞ্জের তিন যুবককে ভারতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোহনপুর সীমান্তের নোম্যান্স ল্যান্ডে নিয়ে তাদেরকে জিম্মি করে টাকা দাবি করে এবং তিন যুবককে নির্যাতন করে তাদের কাছ থেকে ১৮ হাজার টাকা আদায় করে। বিজিবির সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে, আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করলে সাহেব আলী তাদেরকে ভারতে চাকরি দেওয়ার নামে পাচার করতে সীমান্তে এনেছে বলে জানায়। এ ব্যাপারে ধর্মঘর সীমান্ত ফাঁিড়র সুবেদার আবু হানিফ বাদি হয়ে সাহেব আলীকে প্রধান আসামি করে মাধবপুর থানায় মানব পাচারের অভিযোগ এনে মামলা দায়ের করেন। এ মামলায় শনিবার রাতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।