স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকায় দেওয়ান মাহবুব রাজা মাজারের কাছে হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর থানার পুলিশের এস আই ওয়াহেদ গাজীসহ একদল পুুলিশ তাদেরকে আটক করে। এ সময় আরো ৩/৪ জন পালিয়ে যায়। আটকৃতরা হল-বানিয়াচঙ্গ উপজেলার আমীরখানী এলাকার আলী হোসেনর ছেলে মোঃ জুয়েল (২০), একই এলাকার আলতাব মিয়ার ছেলে মোঃ সাজ্জাদ মিয়া(২১)। এ সময় তাদের কাছ থেকে ১টি টিপ চাকু, ১টি বড় চাকু (চাপাতি) এবং ৩টি ক্রিকেট খেলার স্টাম্প উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এস আই ওয়াহেদ গাজী জানান, রাতে টহল দেওয়ার সময় তাদেরকে সন্দেহ হয়। এ সময় পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে আটকৃতদের সাথে থাকা ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। তবে ২ জনকে আটক করা হয়।