স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আর কে মিশন রোড এলাকায় ইশান ফ্যাশন নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। প্রায় লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে গেছে চোরেরা। শুক্রবার গভীর রাতে উক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি সংগঠটিত হয়েছে বলে জানান স্বত্ত্বাধিকারী। ইশান ফ্যাশনের স্বত্ত্বাধিকারী আব্দুল হামিদ জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে দোকান বন্ধ করে চলে যান তিনি। পরের দিন শনিবার শহরের সব দোকান বন্ধ থাকার সিদ্ধান্ত রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী জরুরী প্রয়োজনে দোকান খোলার পর দেখতে পান তার দোকান ঘরের ব্যান্টিলেটর ভেঙ্গে সংগবদ্ধ চুর দোকানের বিভিন্ন মালামাল তছনছ করে ভালমানের কাপর, এলসিডি টিভি, দামি কসমেটিকস সামগ্রীসহ শিশুদের দামি পোষাক ও ক্যাশ ভেঙ্গে ৩০হাজার টাকা নিয়ে গেছে।